ন্যায্য দাবিতে খোলা আকাশের নিচে শিক্ষকদের রাত্রিযাপন।
জাতি গড়ার কারিগর বলে পরিচিত দেশের বেসরকারি শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অনড় অবস্থান নিয়েছেন। দ্বিতীয় দিনের মতো তারা রাজধানীসহ সারাদেশে খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা গতকাল সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বিভিন্ন জেলা-উপজেলায় অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। তাদের মূল দাবি- সরকারি শিক্ষকদের মতো বৈষম্যহীন বেতন কাঠামো, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অবসর সুবিধা নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছে বারবার আবেদন করেও কাঙ্ক্ষিত ফল পাননি। তাই বাধ্য হয়ে তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালাচ্ছেন।
বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মো. কামাল হোসেন” বলেন,“আমরা কোনো রাজনৈতিক দাবি নিয়ে আন্দোলন করছি না। আমরা শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার চাই। শিক্ষকরা যদি সম্মান না পান, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে মানসম্মত শিক্ষা পাবে?”
এদিকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের দুর্ভোগ বাড়িয়েছে চলমান গরম ও বৃষ্টির আবহাওয়া। তবুও তারা অটল সংকল্পে অবস্থান চালিয়ে যাচ্ছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গত রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
রবিবার ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।
অন্যদিকে, সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানিয়ে পোস্ট দিচ্ছেন এবং সরকারের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছেন।
Leave a Reply