সিরাজগঞ্জের তাড়াশে জমি- জমার কাগজপত্র জেলা ভুমি অফিস থেকে তুলে দেয়ার কথা বলে প্রতিবন্ধীর কাছ থেকে ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক আশরাফ আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় পাড়িল বরইচড়া গ্রামের সোলেমান মন্ডলের প্রতিবন্ধী ছেলে ভুক্তভোগী আলামিন বলেন, বেশ কিছু দিন আগে আমার নানা-নানীর সম্পত্তির মায়ের অংশ বের করতে গিয়ে একটি খতিয়ানে ভুল পরিলক্ষিত হয়।
পড়ুন>>জাতিসংঘে ড. ইউনূসের যে ভাষণ দিয়েছিলেন তার পুর্ণ বিবরণ
ওই কাগজটি সংশোধনের জন্য পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আশরাফ আলীর কাছে পরামর্শের জন্য যাই। আশরাফ আলী সকল কাগজপত্র দেখে বলেন, তিনি ওই ভুল খতিয়ানটি জেলা ভুমি অফিস থেকে ঠিক করে দেবেন। এ জন্য তিন প্রথমে আমার নিকট থেকে ৩০ হাজার টাকা নেয়।
তাছাড়াও তিনি বিভিন্ন সময় কারণে-অকারণে দফায় দফায় টাকা নিয়ে মোট ৯০ হাজার টাকা নেয়। পরে একদিন তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলা ভুমি অফিসে নিয়ে গিয়ে একটি খতিয়ানের কাগজ দেয়। যার নং ৯৪ জেএল ২৯।
একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফ আলী আ’লীগ সরকারের সময় এলাকায় বিভিন্ন লোকের সাথে জমি- জমা সংক্রান্ত কাগজ পত্রের কাজ করে দেয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করেছেন।
এ ব্যাপারে গোন্তা গ্রামের বাসিন্দা বুলবুল জানান, আশরাফ আলী ভুক্তভোগী অালামিনের নিকট থেকে ২৪ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
প্রতারক আশরাফ আলীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না এবং টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
Leave a Reply