এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা) ঢাকা বোর্ড -২০১৬ উত্তর
সময়: ৩৫ মিনিট
প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮
পূর্ণমান: ৩৫
[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]
১। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
(ক) মাইটোকন্ড্রিয়াতে
(খ) নিউক্লিয়াসে
(গ) গলগি বডিতে
(ঘ) রাইবোজোমে
সঠিক উত্তর: (ক) মাইটোকন্ড্রিয়াতে
২। Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?
(ক) উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
(খ) মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত
(গ) পরাগরেণু ক্ষুদ্র ও কণ্টকিত
(ঘ) পুষ্পবিন্যাস স্পাইকলেট
সঠিক উত্তর: (ক) উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
৩। চিত্রে B চিহ্নিত অংশটির নাম কী?
(ক) পাইলিয়াস
(খ) গিল
(গ) স্টাইপ
(ঘ) অ্যানুলাস
সঠিক উত্তর: (খ) গিল
৪। কোনটি প্রাচীন জৈবপ্রযুক্তি?
(ক) টিস্যু কালচার
(খ) জিন প্রকৌশল
(গ) এলকোহল সৃষ্টি
(ঘ) অ্যান্টিবায়োটিক উৎপাদন
সঠিক উত্তর: (গ) এলকোহল সৃষ্টি
৫। চিত্রে উল্লিখিত প্রক্রিয়ার ফলে ¾
i. জিনগত পরিবর্তন সাধিত হয়
ii. জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়
iii. প্রজাতিতে আসে বৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৬। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে
(ক) মাইটোকন্ড্রিয়ায়
(খ) রাইবোসোমে
(গ) ক্লোরোপ্লাস্টে
(ঘ) লাইসোসোমে
সঠিক উত্তর: (গ) ক্লোরোপ্লাস্টে
৭। Agaricus এর ফ্রুটবডির নাম কী?
(ক) ব্যাসিডিওকার্প
(খ) কনিডিয়োফোর
(গ) অ্যাসকোকার্প
(ঘ) রাইজোমরফ
সঠিক উত্তর: (ক) ব্যাসিডিওকার্প
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ যা উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে। পদার্থটি স্বাদহীন, পানিতে অদ্রবণীয় এবং এর কোনো পুষ্টিগুণ নেই।
৮। উদ্দীপকে উল্লিখিত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের নাম কী?
(ক) স্টার্চ
(খ) সেলুলোজ
(গ) গ্লাইকোজেন
(ঘ) ডেক্সট্রিন
সঠিক উত্তর: (খ) সেলুলোজ
৯। উদ্দীপকে উল্লিখিত পদার্থটি ব্যবহার করা হয়-
i. কাগজ শিল্পে
ii. আসবাবপত্র তৈরিতে
iii. মানুষের খাদ্য হিসেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
১০। নিউক্লিয়াসের উপাদান কোনটি?
(ক) ক্রোমোজোম
(খ) লাইসোজোম
(গ) রাইবোজোম
(ঘ) সেন্ট্রাজোম
সঠিক উত্তর: (ক) ক্রোমোজোম
১১। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J ও I এর আকার ধারণ করে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজ
১২। ম্যানগ্রোভ বনের উদ্ভিদ হলো-
(ক) Mangifera indica
(খ) Oryza sativa
(গ) Triticum aestivum
(ঘ) Heritiera fomes
সঠিক উত্তর: (ঘ) Heritiera fomes
১৩। প্লাসমিডের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
(ক) ইহা বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু
(খ) রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা অসম্ভব
(গ) জিন প্রকৌশলে বাহক হিসেবে কাজ করে না
(ঘ) এটি শ্বসনের ক্ষেত্রে ভূমিকা রাখে
সঠিক উত্তর: (ক) ইহা বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু
চিত্রটি লক্ষ্য কর এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
১৪। চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?
(ক) পত্ররন্ধ্র
(খ) রক্ষীকোষ
(গ) সঙ্গীকোষ
(ঘ) সহকারী কোষ
সঠিক উত্তর: (ক) পত্ররন্ধ্র
১৫। P চিহ্নিত অংশটির কাজ হলো –
i. সালোকসংশ্লেষণের সময় CO¬2 গ্রহণ ও O2 ত্যাগ করা
ii. শ্বসনের সময় O2 গ্রহণ ও CO¬2 ত্যাগ করা
iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
১৬। বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
(ক) অস্ট্রেলিয়ান
(খ) ওরিয়েন্টাল
(গ) ইথিওপিয়ান
(ঘ) নিআর্কটিক
সঠিক উত্তর: (খ) ওরিয়েন্টাল
১৭। নিুের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?
(ক) পাথরকুচি
(খ) মিষ্টি আলু
(গ) পটল
(ঘ) আদা
সঠিক উত্তর: (ক) পাথরকুচি
১৮। প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?
(ক) লিপিড
(খ) প্রোটিন
(গ) কার্বোহাইড্রেট
(ঘ) এনজাইম
সঠিক উত্তর: (ক) লিপিড
১৯। ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকে?
(ক) গ্লোবিউলিন
(খ) গ্লুটেলিন
(গ) অ্যালবিউমিন
(ঘ) প্রোলামিন
সঠিক উত্তর: (ক) গ্লোবিউলিন
চিত্রটি লক্ষ্য কর এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
২০। চিত্রের A চিহ্নিত অংশটির নাম কী?
(ক) ল্যামেলাম
(খ) গ্রানাম
(গ) স্ট্রোমা
(ঘ) ক্রিস্টি
সঠিক উত্তর: (খ) গ্রানাম
২১। চিত্র B এর কাজ হলো-
i. শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত
ii. ফটোফসফোরাইলেশন করা
iii. ফটোরেসপিরেশন সংঘটন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২২। পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে?
(ক) কর্টেক্স
(খ) মেসোফিল
(গ) পেরিসাইকেল
(ঘ) মজ্জা
সঠিক উত্তর: (খ) মেসোফিল
২৩। Bt –বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়?
(ক) Bacillus dysenteri (খ) Bacillus anthracis (গ) Bacillus thuringiensis (ঘ) Bacillus denitrificans
সঠিক উত্তর: (গ) Bacillus thuringiensis
২৪। কোনটি পাইরিমিডিন বেস?
(ক) অ্যাডিনিন ও থাইমিন
(খ) গুয়ানিন ও সাইটোসিন
(গ) সাইটোসিন ও ইউরাসিল
(ঘ) অ্যাডিনিন ও ইউরাসিল
সঠিক উত্তর: (খ) গুয়ানিন ও সাইটোসিন
২৫। Plasmodium vivax এর গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়?
(ক) মানুষের যকৃতে
(খ) মানুষের লোহিত কণিকায়
(গ) মশকীর ক্রপে
(ঘ) মশকীর লালাগ্রন্থিতে
সঠিক উত্তর: (গ) মশকীর ক্রপে
২৬। উদ্ভিদকূলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদে?
(ক) Riccia
(খ) Gnetum
(গ) Cycas
(ঘ) Pteris
সঠিক উত্তর: (গ) Cycas
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়।
২৭। রোগটির জীবাণু কোন জাতীয়?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ) ছত্রাক
২৮। রোগটির লক্ষণ হলো –
i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২৯। শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপে এক অণু গ্লুকোজ ভেঙ্গে কয় অণু পাইরোভিক অ্যাসিড তৈরি হয়?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (খ) ২
৩০। কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে?
(ক) Nostoc
(খ) Ulothrix
(গ) Riccia
(ঘ) Cycas
সঠিক উত্তর: (খ) Ulothrix
[…] সুনামগঞ্জ জেলার তাহিরপুরে এইচএসসি সমমান পরীক্ষায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা শতভাগ পাশ করেছে। পড়ুন>>এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভী… […]
[…] উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর বলেন, মাদরাসাগুলো এমনিতেই শিক্ষার্থী তেমন পায় না। যদি শিক্ষার্থী বাড়াতে উদ্যোগ নিয়ে থাকে সেটা করতে পারে। কিন্তু খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদরাসা এমন উদ্যোগ নিয়েছে কিনা আমার জানা নাই। পড়ুন>>এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভী… […]