উদয়াঙ্কুর সেবা সংস্থা এর আয়োজনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ৭দিন ব্যাপী আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সফলতার সহিত সম্পন্ন করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ (পাইলট) বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ১৪ থেকে ১৮ বছরের মেয়েশিশুর অংশগ্রহণে নিজেকে আত্নবিশ্বাস ও শত্রুর হাত থেকে রক্ষার করার লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রদান করেন ধ্রুব কারাতে একাডেমী, নীলফামারীর প্রশিক্ষক গায়েত্রী রানী।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উইমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, উদয়াঙ্কুর সেবা সংস্থার স্পন্সারশীপ অফিসার বিমল চন্দ্র প্রমূখ।
পড়ুন >>নওগাঁয় ফেসবুক লাইভে হত্যার আশঙ্কা প্রকাশের পরে মৃত্যু: অতঃপর ৭২ ঘন্টা আল্টিমেটাম বৈষম্য ছাত্র
এই প্রশিক্ষণে যা যা শিখানো হয়েছে, কেউ হাত ধরলে কিভাবে হাত খুলতে হবে, মাথার চুল ধরলে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, আবার কেউ গলা চিপে ধরলে বা পিছন থেকে জড়িয়ে ধরলে কিভাবে নিজেকে রক্ষা করা যায় প্রশিক্ষণে এ সকল বিষয়ে মেয়েশিশুরা কৌশল আয়ত্ব করেন। এ ধরণের প্রশিক্ষণ পেয়ে ফুলবাড়ীর মেয়েশিশুরা খুবিই খুশি বরে জানান তারা।
উপজেলা একাডেমিক মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, এ ধরনের প্রশিক্ষণে স্কুল গামী মেয়েদের জন্য খুব একটা ভালো দিক, প্রাথমিকভাবে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য এ প্রশিক্ষণের বিকল্প নেই আমরা চাই এ ধরনের প্রশিক্ষণ নিয়ে প্রতিটা স্কুলে অবগত করা দরকার।
Leave a Reply