পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম : কৃষ্ণ নামের দলিত সম্প্রদায়ের মেধাবী এই ছেলেটির খুব ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বে। মা প্রতিবন্ধী,বাবা নদীতে জাল পেতে মাছ ধরে। কিন্তু ভর্তির ফরম ফি করার টাকাসহ ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার মত কোন উপায় ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটে চান্স পেয়েছে কৃষ্ণ। এখন সে স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাল ধরার।দেশ ও সমাজের জন্য ভালো কিছু করার।
অনিশ্চিত ফলাফল তারপরও ইউএনও মমতাজ সিদ্ধান্ত নিলেন, তার পাশে দাঁড়ানোর। স্বপ্ন দেখার সামর্থ্য ছিল, বাস্তবায়নের পথে হাজারো বাধা, একটুখানি পাশে দাঁড়ানো,অবশেষে জীবনের মোড় ঘুরে যাওয়া।কৃষ্ণকে এই স্বপ্ন পুরণের সুযোগ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মমতাজ বেগম।
সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মমতাজ বেগম।
Leave a Reply