ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের।
বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু। পরে চিকিৎসকরা জানান, হিরো আলম বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হিরো আলম বগুড়া থেকে ধুনট উপজেলার যমুনা নদী তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে নাট্যকার ও তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন। রাতভর দুই বন্ধুর মধ্যে ব্যক্তিগত বিষয়, বিশেষ করে রিয়া মনিকে নিয়ে দীর্ঘ আলাপ হয়। এরপর পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন তারা।
পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে ঘুম থেকে না উঠায় বন্ধু সাগর হিরো আলমকে ডাকতে গিয়ে দেখেন, তিনি অচেতন। বালিশের পাশে ঘুমের ওষুধের পাতা পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, “রিয়া মনিকে না পাওয়ার হতাশা এবং সামাজিকভাবে নানা রকম বিরূপ মন্তব্যের কারণে হিরো আলম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আমার ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।
Leave a Reply