কুষ্টিয়ার দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দৌলতপুর কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মোঃ শহীদুল ইসলাম।
দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও দৌলতপুর কলেজের জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব, মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব, মোঃ ফজলুর রহমান।
পড়ুন>>কারা করতে পারবেন নামাজের ইমামতি?
এছাড়াও দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম দাতা সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব, মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ, মোঃ আব্দুস ছালাম, দৌলতপুর কলেজ টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ¦ মোঃ আমিরুল ইসলাম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সঃমঃ সরওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহফুজুল আলম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান, ব্যবস্থাপনা বিভাগেরর প্রভাষক মোঃ শরীফুল ইসলাম, ভুগোল বিভাগের প্রদর্শক মোঃ জহুরুল আলম, দৌলতপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আর আমিন, অফিস সহকারী মোঃ মনিরুল ইসলাম, অফিস সহায়ক মোঃ খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পড়ুন>> ডিগ্রি (পাশ) শিক্ষার্থীদের বৈষম্য নিরসনে ও তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল ঘোষণার দাবিতে আন্দোলন
নবাগত ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ অধ্যক্ষের এসব অনিয়ম-দুর্নীতি ও সেচ্চাচারিতার ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে শিক্ষক-কর্মচারীদের আশ্বস্ত করেন।
Leave a Reply