কুড়িগ্রামে আওয়ামী লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা তৃতীয় দফা হরতাল অবরোধের বিরুদ্ধে কুড়িগ্রামে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধন সমাবেশে বিএনপি-জামাতের নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশ শেষে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নূর তানু, সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, প্রমুখ।
বক্তারা দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা হরতাল-অবরোধ রুখে দেয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বিএনপি জামায়াতের অগ্নিসংযোগ সন্ত্রাসের প্রতিবাদে ঘন্টা ব্যাপি মানব বন্ধন সমাবেশ অনুস্ঠিত হয় ।
এখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেশেদুজ্জান বাবু, মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, জেসমিন লাকি, ফারজানা মিমি প্রমূখ।
Leave a Reply