দীর্ঘ দিন পর কাউনিয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর ইন্ডিয়া টারী গ্রামের সাবেক ইউপি সদস্য গোলজার হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বলেছে বাড়ির দেয়াল টপকে দস্যুরা কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩ টি এন্ড্রোয়েট মোবাইল ফোন, নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানাগেছে শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মারপিট করে পরিবারের সদস্যদের হাত মুখ বেঁধে ফেলে। ঘরে থাকা তিন টি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের বাঁধা দিতে গিয়ে গোলজার হোসেনের পুত্র বুলবুল হোসেন আহত হয়।
ডাকাতদের আক্রমণের খবর পাশের ঘরে থাকা আরেক পুত্র ছাদেকুল ইসলাম মোবাইলে প্রতিবেশি দু’জনকে জানালে তারা ডাকাত পরেছে ডাকাত পরেছে বলে চিৎকার দিলে লোকজন ডাকাত ডাকাত বলে চিল্লাচিল্লি শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। বুলবুল ৬ দিন আগে সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে আসেন। ধারণা করা হচ্ছে বিদেশ থেকে তার আসার খবর পেয়ে ডাকাত দল এ বাড়িতে হানা দেয়।
থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন আমি ঘটনার পর পরেই খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। এ ব্যাপারে দস্যুতার কারণে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের এএসপি (সার্কেল)আদুরী বেগম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply