সৃষ্টি ডেস্ক:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (২১ আগস্ট) মধ্যে রাতে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিন বাঁশঝানি সীমান্তে এই ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিন বাঁশঝানি গ্রামের সোহরাব আলীর পুত্র শামীম হোসেন (২৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র শাহজাহান (১৭) ২১ আগস্ট (শুক্রবার) রাতে আন্তর্জাতিক সিমানার মেইন পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের কাছে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘল টারী গ্রামের নাজির হোসেনের বাড়ির গেট বানাতে যায়। এ সময় ভারতের দিঘল টারী ক্যাম্পের টহলরত বিএসএফের একটি দল তাদেরকে আটক করে নিয়ে যায়।
কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ানবিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
২২/৮/২০২০
বাংলাদশে কি কাজের অভাব?
গেইট বানানোর কাজে অবৈধভাবে ভারত যাওয়া মোটেও উচিৎ হয়নি।