শুক্রবার (৩১জানুয়ারি) বিকেলে উপজেলার নুরুল্লাপুর ও গৌরীপুর গ্রামে তাদের পরিবারের সদস্যদের সাথে এই সৌজন্য সাক্ষাত করেন।
তিনি তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলসহ ও তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসাধীন রয়েছেন, তার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দোয়া চাই। আপনারা তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, আব্দুল হাই নান্নু সাবেক সাধারণ সম্পাদক লালপুর উপজেলা যুবদল, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, মোঃশাকিলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply