কুষ্টিয়ার দৌলতপুরে ম্যাগাজিন ভর্তি গুলি ও বিদেশি পিস্তলসহ মোটর সাইকেল আরোহী দুইজনকে আটক করেছে ৪৭ বিজিপির জোয়ানরা।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক বেলা ১ ঘটিকায় অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ক্লিকের মোড় নামক স্থানে হাবিঃ মোঃ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ টহল দল দুইজন যাত্রীসহ আগত একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তারা ০১টি পিস্তল পার্শ্ববর্তী গম ক্ষেতে ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তাৎক্ষণিক টহল দল ঘটনাস্থল হতে মোটরসাইকেল চালক মোঃ নান্টু মিয়া (৩২), পিতা-মৃত আদালত প্রামানিক, গ্রাম-বালিরদিয়াড়, পোষ্ট-মরিচা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি এবং ০১টি মোটরসাইকেলসহ আটক করে এবং দ্বিতীয় আসনধারী মোঃ রুহুল মিয়া (৩৫), পিতা- মোঃ হাফিজ, গ্রাম-মাঝদিয়াড়, পোষ্ট-মাঝদিয়াড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে কুষ্টিয়া ব্যাটেলিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুবুর মুর্শেদ রহমান জানান দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মোটরসাইকেল, অস্ত্র, গুলিভর্তি ম্যাগাজিনসহ
ধৃত আসামীকে দৌলতপুর থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply