ডিবি পরিচয়ে তুলে নেওয়া হলো খোদ পুলিশের এএসপি কেই—নিখোঁজের তিনদিনেও মেলেনি সন্ধান
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার তিনদিন পরও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে তার পরিবার। আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত জানান, ১২ নভেম্বর দুপুর ২টায় তাকে তুলে নেওয়ার সময় আলেপ উদ্দিন ফোনে জানিয়েছিলেন যে বরিশালের ডিবি তাঁকে নিয়ে যাচ্ছে। তখন তিনি বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে ছিলেন।
আমাদের দেশে কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এসম্পর্কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার রবিউল আলম সৈকত বলেন, ‘সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের ৩৩ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে– ‘গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব গ্রেফতারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না’।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন। এ বিষয়ে ঢাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন।
আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত বলেন, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। কোনো আভিযানিক দলে (অপারেশনাল) বা মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছিলেন না। তাই তাঁকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কি না, সেই আশঙ্কায় তাঁরা উদ্বিগ্ন।
Leave a Reply