কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের অবরোধ ঠেকাতে জেলা ছাত্র লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দফা হরতাল অবরোধের বিরুদ্ধে কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপি-জামাতের নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশের আগে সকাল ১০ টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে জেলা ছাত্রলীগ সভাপতি, রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর নেতৃত্বে একটি বিশাল শান্তি মিছিল বের হয়, মিছিলটি সহর প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
ছাত্রলীগের সমাবেশে কুড়িগ্রামের বিভিন্ন ইউনিট ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা হরতাল-অবরোধ রুখে দেয়ার হুঁশিয়ারি দেন।
Leave a Reply