সরকার হঠাৎ লাফিয়ে বাড়াল জ্বালানী তেলের দাম । গতকাল রাত ১২টা থেকে এটি কার্যকর হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী- ডিজেল ও কেরোসিন লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ এবং পেট্রোলের লিটার ১৩০ টাকা নির্ধারন করা হয়েছে।উল্লেখ্য, পুর্বে অকটেনের মূল্য ৮৯ টাকা, পেট্রোল এর মুল্য ৮৬ টাকাএবং ডিজেল ও কেরোসিনের মুল্য ছিল ৮০ টাকা ছিল। এখন ক্রেতাকে অকটেনে ৪৬ টাকা, পেট্রোলে ৪৪ টাকাএবং ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
গতকাল রাজধানীর বারিধারায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘যেহেতু বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্দ্ধমুখী, সেই জায়গায় আমাদের খুব চিন্তাভাবনা করতে হবে। এটার সরাসরি প্রভাব পড়ে জনগণের ওপর। ডিজেল, পেট্রোল, অকটেন এগুলো যেন একটা সহনীয় পর্যায়ে থাকে। দেশ ও দশের কথা চিন্তা করে আমরা একটা অ্যাডজাস্টমেন্টে যাব।’
এ সময় তিনি বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানির দাম সমন্বয় করার পক্ষে মত দিয়ে বলেন, ‘যদি বাড়তির দিকে থাকে, তবে বাড়তি, যদি কমতির দিকে থাকে তাহলে কমতির দিকে। এখন যেহেতু বাড়তির দিকে, তাই পার্শ্ববর্তী দেশ ও বিশ্বের অবস্থা বিবেচনায় একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত।
যদি বিশ্ববাজারে দাম কমে আসে, আমরাও চেষ্টা করব সেই অনুযায়ী দাম কমাতে।’
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছিল সরকার।
You should take part in a contest for one of the greatest blogs on the net. I most certainly will recommend this site!