হত্যা, চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি এজাজ ওরফে হেজাজকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (১০ মার্চ) রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকায় প্রভাব বিস্তার করতেন এজাজ। তিনি দীর্ঘদিন কারা ভোগের পরে গত বছরের ১৫ আগস্ট জামিনে বের হন। এরপর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অপহরণ করছেন তিনি। কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এজাজ ওই হামলার প্রধান হামলাকারী।
এজাজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণ ঘটনায় ১২ থেকে ১৫টি মামলা রয়েছে।
এলাকাবাসী জানা যায়, ঢাকার বিভিন্ন জায়গায় তার প্রায় ১২০ থেকে ১৫০ সদস্যের বিভিন্ন সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে।
Leave a Reply