সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় সীমান্ত থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে,গ্রেফতারকৃতরা উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড়ের সাহিদাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোখলেছুর রহমান ও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের স্বরুপগ্জ গ্রামের আব্দুল গফুরের ছেলে ইসমাইল হোসেন।
সোমবার৯৩ অক্টোবর) গ্রেফতারকৃতদের থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল রোববার রাতে লাউরগড় সীমান্তের সাহিদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
এ সময় লাউরগড় সীমান্তের সাহিদাবাদ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘরের মাটির নিচে বিশেষ কায়দায় রাখা আট বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি মোখলেছুর রহমান ও ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply