রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর গাইন্দ্যা বাজারে ফুলের ঝাড়ুর প্রচুর যোগান হয়েছে।
দেশব্যাপী সারা বছরই এই প্রাকৃতিক সম্পদ ফুলের ঝাড়ুর কদর থাকে অনেক।সাধারণত শীতের মৌসুমেই ফুলের ঝাড়ু প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়ে থাকে পাহাড় পর্বতে। এই মৌসুমে স্থানীয়রা পাহাড় থেকে ফুলের ঝাড়ু সংগ্রহ করে তা বাজারে বিক্রি করতে নিয়ে আসে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা স্থানীয়দের কাছ থেকে ক্রয় করে তা সারা দেশব্যাপী সরবরাহ করে থাকে।
কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, ফুলের ঝাড়ুর শলাকা প্রতি শতকে ১৩০-১৫০ টাকা করে ক্রয় করেন তারা।
স্থানীয় বিক্রয়কারীরা জানায়, ব্যবসায়ীর সংখ্যা কম থাকায় অপেক্ষাকৃত কম দামে বিক্রি করতে হয়েছে তাদের।তবে সামনে সামনের সময়টুকুতে আরো ভালো দামের প্রত্যাশা করেছেন স্থানীয়রা।
Leave a Reply