চট্টগ্রাম থেকে মোঃ ওয়াশিম যৌতুকের জেরে বুধবার বিকালে চট্টগ্রামে হামিদচর এলাকায় অন্তঃসত্ত্বা নিশা আক্তার( ২১)নামে এক গৃহবধূ নিহত হন বলে জানা গেছে ।নিশার ভাই মানিক সাংবাদিকদের বলেন, যৌতুকের জন্য নিশাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী।এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়। এরই কারণে আমার বোনকে ওরা মেরে ফেলেছে।
এ ঘটনায় থানার সামনে মানববন্ধন করে এলাকাবাসী।এলাকাবাসীরা জানান যৌতুকের কারণে এভাবে যেন আর কাউকে বলী হতে না হয়।তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চায়।
শ্বশুরবাড়ির লোকজন নিশার ফ্যামিলিকে তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেয় । নিশার ফ্যামেলি গিয়ে দেখতে পাই তাদের মেয়েকে খাটে শুয়ায়ে রেখেছে। তারা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল নেওয়া হবে বলে জানায়।
এই বিষয়ে চাঁন্দগাঁও থানার ওসি জানান, ইমরান ও তার মা কে আমরা হেফাজতে এনেছি তাদের কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ময়নাতদন্তের পরে মামলা দায়ের করা হবে।
Leave a Reply