বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএমএসএফ এর নাটোর জেলার সদস্যবৃন্দ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জমাদ্দারের ৪৭তম জন্মদিন।১৯৭৫ সালের ১২ অক্টোবর ঝালকাঠি জেলার সদর থানার পোনাবালিয়া ইউনিয়নের সিলারিশ গ্রামে তার জন্ম। সারা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের কণ্ঠস্বর ও ডায়নামিক লিডার সাংবাদিক বন্ধুখ্যাত আহমেদ আবু জাফরের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংগঠক , সহকর্মী ও শুভাকাঙ্খীরা অজস্র শুভকামনা ও প্রীতি জানিয়েছেন তাকে।
প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবির লক্ষ্য অনুযায়ী বাংলাদেশে সাংবাদিকতা করার পরিবেশের প্রসার ও সংবাদ কর্মীদের মানোন্নয়নকল্পে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনায় ছিলেন সবসময়। সংগঠন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে নন্দিত হয়েছেন তিনি। আব্দুল মজিদ জমাদ্দার ও হাজেরা খাতুন দম্পতির সাত মেয়ে ও একমাত্র পুত্র সন্তান আহমেদ আবু জাফর। বিভিন্ন গৌরবোজ্জ্বল ভূমিকায় প্রতিষ্ঠিতআট ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম।
আহমেদ আবু জাফর গ্রামের সিলারিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন, এরপর কে এ খান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি, ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি, বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় কলেজে ব্যাচেলর অফ সোশ্যাল সাইন্সে অনার্স । একই কলেজে মাস্টার্স ও বরিশাল “ল” কলেজে আইন বিভাগে এলএলবিতে ভর্তি হলেও সাংবাদিকতা পেশার প্রবল চাপে প্রাতিষ্ঠানিক পড়ালেখার সমাপ্তি করেন।
Leave a Reply