পিএলআইডি অপারেশন কখন করতে হবে?
বর্তমান সময়ে কোমড় বা মাজা ব্যথা ঘরে ঘরে। এ ব্যথার অনেক কারণ আছে। কিডনির সমস্যা, প্রস্রাবের নালীতে বা থলিতে সমস্যা, মেয়েদের ওভারি, ওভারি নালী বা জরায়ুতে সমস্যা, নিতম্ব জয়েন্টে সমস্যা, মেরুদণ্ডের সমস্যা ইত্যাদি। মেরুদণ্ডের শক্ত হাড়গুলোর মাঝে মাঝে থাকে নরম হাড়। এই নরম হাড়কে বলে ডিস্ক (আইভি ডিস্ক)।
এদের ভেতরের নরম নিউক্লিয়াসটা যখন কোনো এক দিকে বের হয়ে আসতে চায়, তখন একে বলে পিএলআইডি (প্রোলাপ্স ইন্টারভার্টেব্রাল ডিস্ক)। এটা হলে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিসহ আরো বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। সব শেষ সব অকৃতকার্য হলে করতে হয় অপারেশন।
ক. আবশ্যিক কারণ
১. কওডা ইকুইনা সিন্ড্রোম রোগ হয় (প্রস্রাব পায়খানা আটকে রাখতে পারে না)।
২. অল্প সময়ের মধ্যে যদি হাত/পা অবশ হতে থাকে এবং তা আরো খারাপের দিকে চলে যায়।
খ. আপেক্ষিক/আংশিক কারণ
১. যদি দুই মাসের ওষুধ, ফিজিও থেরাপি এবং অন্যান্য আনুষাঙ্গিক নিয়ম-কানুন মানার পরও ব্যথা না কমে।
২. ওষুধ চিকিৎসা চলাকালে হাত পা অবশ বা অনুভূতি কমে যেতে থাকে।
৩. অসহণীয় ব্যথা, যা কোনো কিছুতেই ভাল হচ্ছে না, এমন।
৪. ব্যথার কারণে দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠে।
তার মানে শুধু বযাথা আর এমআরআই বলল হালকা কমপ্রেশন আছে, আর তাতেই অপারেশন লাগে না। তার সাথে শারীরিক পরীক্ষাও পজিটিভ আসতে হয়।
পরিশেষে, পিএলআইডি অসুখের ক্ষেত্রে মাত্র ১-৩% রোগীর অপারেশন লাগে। একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি যে, সার্জারি করলেই এই রোগ পুরোপুরি সেরে যায় না। জীবনের কোনো পর্যায়ে আবারও হতে পারে। গবেষণায় দেখা গেছে, ৮৫-৯৫% রোগী কয়েক মাস/বছরের জন্য বেশ ভাল থাকেন, কিন্তু দীর্ঘ মেয়াদে ভাল থাকে ৫৫-৭০% রোগী।
পিএলআইডি পুরোপুরি না সারলেও অপারেশন করার কারণ হচ্ছে- রোগির অবর্ণনীয় ব্যথা হচ্ছে, সেখান থেকে তাৎক্ষণিক মুক্তি লাভের জন্য। কত মানুষ ব্যথার জন্য নিজেকে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছেন। কিছুই করতে পারেন না। অনেকে শয্যাশায়ী হয়ে যান। সেখান থেকে স্বল্প হলেও মুক্ত হতে পারেন, সেই জন্য অপারেশন করতে হয়।
অপারেশনের পরও ভাল থাকতে চাইলে নিজের জীবনে সুশৃঙ্খলভাবে কাটাতে হবে। বিশেষ করে ওজন কমানো, চলা ফেরা, উঠা-বসা এবং সঠিক নিয়মে শোয়া। যে কোনো সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দোকান থেকে কিনে ইচ্ছা মত ব্যথার ওষুধ খাওয়া যাবে না। তথ্য সুত্র ও ছবি
Leave a Reply