ডিজিটাল ব্যানার হ্যাক করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশনের ডিজিটাল ব্যানারকে হ্যাক করে কে বা কারা “হাসিনাকে আবার দেশে দেখতে চাই”, লেখাটি অ্যানিমেশন চালু হয়।
দোকানে কর্মচারী সবুজ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি গতকাল রাত আট টার সময় দোকানের ব্যানারে এই লেখাটি দেখার পর বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের মালিক শহিদুল ইসলাম শহীদ কে জানাই, পর তিনি ব্যানারটি খুলে রাখার পরামর্শ দেয়।
পরে থানা প্রশাসন সংবাদ পেয়ে বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশনের ডিজিটাল ব্যানারটি রাতেই থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের মালিক শহীদুল ইসলাম শহীদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি হিসেবে ঢাকায় প্রতিনিধি সম্মেলন যোগ দিতে ঢাকায় অবস্থান করছি।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যানারটি খুলে দোকানে রাখা হয়। সে আরো বলেন আমি কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নই। বিষয়টি কে বা কাহারা আমার সম্মানহানির জন্য করেছে। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ বলেন গতকাল সন্ধ্যায় সংবাদ পেয়ে গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনে খোঁজ নিয়ে জানতে পারি ব্যানারটা খুলে দোকানে রাখা হয়েছে। পরে ব্যানারটা থানায় নিয়ে আসা হয়, কে বা কাহারা এই কাজটি করেছে এ নিয়ে তদন্ত চলছে।
Leave a Reply