তীব্র গরমে তৃঞ্চা মেটাতে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে কাউনিয়া উপজেলা ছাত্রদল।
চলতি এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তা প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রদল কাউনিয়া উপজেলা ও কলেজ শাখা।
বৃহস্পতিবার সকালে প্রথম পরীক্ষার দিন কাউনিয়া কলেজ ও কাউনিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থার আয়োজন করে সংগঠনটি।
এছাড়াও তীব্র গরমের কারণে তৃঞ্চা মেটাতে পরীক্ষার্থীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করে কাউনিয়া উপজেলা ছাত্রদল ও কাউনিয়া কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তৌফিক, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও জাহিদ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আলেফ নুর, সাধারণ সম্পাদক মোঃ কাওছার আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, দপ্তর সম্পাদক মিথুন এবং সদস্য জাহিদ রিসান ও আনাস।
মধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিজভী ও কুর্শা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজনু মিয়া।
পরীক্ষার্থীদের কল্যাণে এমন মানবিক উদ্যোগকে পরীক্ষার্থী ও অভিভাবকগণ স্বাগত জানিয়েছেন।
Leave a Reply