কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০টি ইউনিয়নে একযোগে ধান রোপন যন্ত্র দিয়ে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান এ্ক যোগে চারা রোপণ উদ্বোধন করেন।এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নে কৃষি উ্পসহকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ওকৃষি সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।কি ভাবে যন্ত্র দিয়ে ধানের চারা রোপন করা হয়, তা এক পলক দেখার জন্য গ্রামের শিশু,কিশোর, মহিলারা উৎসুকভাবে অবস্থান করেছে।
উল্লেখ্য রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মাঝে এই ধান রোপণ করার যন্ত্র বিনা মুল্যে বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এই ধান রোপণ যন্ত্র দিয়ে জমিতে অল্প সময়ে ও সামান্য পরিশ্রমে সহজেই দানের চারা রোপণ করা যায়।এতে ধান উৎপাদন খরচ সাশ্রয় হবে এবং নিদৃষ্ট সময়ে দান রোপনণ করা যাবে।তাছাড়া ধানের চারা গুলো সমান দুরত্বে রোপিত হওয়ায় পরিচর্যা করতে সহজ হবে,রোগবালাই কম হবে এবং ফলনও বেশী হবে।
Leave a Reply