সরকার কতৃর্ক সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে হল।এ ভর্তুকির আওতায় কিছু সংখ্যক কৃষি যন্ত্রপাতি প্রদান করা হবে। এর আওতায় কম্বাইন হার্ভেষ্টার (ধান কাটা + মাড়াই যন্ত্র), ভূট্টা মাড়াই যন্ত্র, রিপার (ধান কাটার যন্ত্র), রাইস ট্রান্সপ্লান্টার (ধান লাগানো যন্ত্র), পাওয়ার থ্রেসার (ধান মাড়াই যন্ত্র)।
যন্ত্র সমুহ কেনার সুযোগ রয়েছে।এ সব যন্ত্রপাতি কেনার আগ্রহী ভুরুঙ্গামারী উপজেলার সকল ইউনিয়নের সম্মানিত কৃষকগনকে দ্রুত নিজ নিজ ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply