বাগমারা প্রতিনিধি :রাজশাহীর বাগমারার উপজেলার আউচপাড়া ইউনিয়নের এম, জি, (মজপাড়া গাঙ্গোপাড়া) মহিলা কলেজে প্রায় ২১ বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় ৪০জন শিক্ষক-কর্মচারী প্রায় ২১ বছর ধরে বিনাবেতনে চাকুরি করছেন।
এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি কর্তৃক নিয়োগ পেলেও বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার মজোপাড়া হাটগাঙ্গোপাড়া এমজি (মজপাড়া গাঙ্গোপাড়া) মহিলা কলেজ গত ১৯৯৯ ইং সালে স্থাপিত ও পাঠদান ২০০১ইং সালে। প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই কাম্য ছাত্রীর সংখ্যা, নিয়মিত ভাল ফলাফলের পাশাপাশি শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন নিশ্চিত করায় ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে কলেজটি।
এই কলেজের ৪০জন শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বিনাবেতনে চাকরি করছেন। বেতন ভাতা না পেয়ে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন।এদিকে ২১বছর ধরে এমপিও ভুক্ত না হওয়ায় উপজেলার এম, জি, (মজপাড়া গাঙ্গোপাড়া) মহিলা কলেজ শিক্ষকরাও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।এম,জি (মজপাড়া গাঙ্গোপাড়া) মহিলা কলেজের পরিসংখ্যান বিষয়ের প্রভাষক মোঃ আঃ জলিল প্রামানিক বলেন, সামাজিক দায়বদ্ধতার কারণেই শিক্ষকতার মত মহান পেশায় যোগ দিয়েছিলাম। কিন্তু এ পেশায় এসে প্রায় ২১বছর ধরে বেতন-ভাতা ছাড়া চাকুরি করতে হবে এটা ভাবিনি।
কলেজের ভুগোল বিষয় প্রভাষক মোঃ কাজেম উদ্দীন বলেন, দুটি সন্তান নিয়ে খেয়ে না খেয়ে সংসার চালাচ্ছি। সন্তানদের ঠিকমত লেখা-পড়ার খরচ দিতে পারছি না। এভাবে আর কত বছর চলবে?এম,জি (মজপাড়া গাঙ্গোপাড়া) মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মেছের আলী বলেন, মানসম্পন্ন শিক্ষার পরিবেশ ও ভাল ফলাফলের সুবাদে এলাকাজুড়ে এখন আমাদের কলেজের সুনাম। কলেজটির এমপিও না পাওয়ার কারণে শিক্ষকরা কর্মচঞ্চলতা হারিয়ে ফেলতে বসেছে।রাজশাহী – ৪ বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেছেন, এই কলেজটি এমপিও ভুক্ত না হওয়ার আমি আন্তরিকভাবে দুঃখিত। তার সাথে দ্রুত এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply