আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ৭টি ইউনিয়নের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩৪৩ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৭ অক্টোবর রোববার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, সাত ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন, সাধারণ সদস্য পদে ২২২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া বাকি তিনটি ইউনিয়নে মেয়াদ পূর্তি না হওয়ায় পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply