২০২২ সালের এসএসসি পরীক্ষা আগামী ২৮/০৯/২০২২ তারিখের জীব বিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৮ ও আগামি ০১/১০/২০২২ তারিখে উচ্চতর গণিত (তত্ত্বীয়)-১২৬ বিষয়ের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিষয় দুইটির পরীক্ষা নতুন করে সরবরাহকৃত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। এবং ২৮/০৯/২০২২ ইং অনুষ্ঠিত অর্থনীতি(১৪১) পরীক্ষা পূর্বে সরবাহকৃত প্রশ্ন দ্বারা অনুষ্টিত হইবে।
দিনাজপুর শিক্ষা বোর্ড স্মারক নং- মাউশিবোদি/পনি/পরী/৪০১৪ (০৬) তারিখ-২৯/০৯/২০২২ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
Leave a Reply