কলেজটিতে ১২ শিক্ষক ও চার কর্মচারী আছেন। এলাকায় বেশ নাম-ডাক ও পরিচিতি আছে কলেজটির। তবে শিক্ষার্থী মাত্র একজন। এই একজনই চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে পাস করতে পারেননি সেই শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করলে দেখা যায়, সে কলেজের একমাত্র পরীক্ষার্থী, তবুও পাস করতে পারেননি।
এমপিওর জন্য অপেক্ষা করে করে আমরা ক্লান্ত। নিয়মিত শিক্ষক না আসায় অভিভাবকরা শিক্ষার্থী ভর্তি করাতে চায় না। চলতি বছর সাধারণ শাখা থেকে একজন পরীক্ষা দিয়েছিল। কী কারণে পাস করতে পারেনি সেটা বুঝতে পারছি না। তবে এ বছর কলেজে ১১ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, মুন্ডুমালা বালিকা স্কুল অ্যান্ড কলেজে মাত্র একজন পরীক্ষার্থী ছিল, তবুও ফেল করেছে। বিষয়টি দুঃখজনক। আমি নতুন যোগদান করেছি। এই বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে দেখতে বলব।
Leave a Reply