গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর (দত্তের খামার) গ্রামে নিজ শয়ন ঘর থেকে রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার(১৩অক্টোবর) বিকেলে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রফিকুল ইসলামের লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। রফিকুল ঐ গ্রামের আঃ সামাদ মিয়ার ছেলে। এরআগে সে তার ২ শিশু (ছেলে) কে মারপিট করলে বাবা আঃ সামাদ মিয়া রফিকুলের উপর চড়াও হন। এরই ক্ষোভে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের শয়ন ঘরে ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা জানি হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply