‘হলুদ বাটো, মেন্দি বাটো, বাটো বিয়ের সাজ’ সেই চিরচেনা লোকসংগিত পরিবেশনের মধ্যদিয়ে বাঙ্গালী সমাজে গ্রামবাংলায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হতো। বর যাত্রী আসার আগে কলাগাছ দিয়ে গেট সাজান হতো। আধুনিকতার যাতাকলে পড়ে রংপুরের কাউনিয়া উপজেলায় কালের আবর্তে হারিয়েগেছে গ্রামীন ঐতিহ্যবাহী কলাগাছের বিয়ের গেট।
জেনে নিন>>গ্রামগঞ্জে গরুর গাড়ি বিলুপ্তি পথে : মহিষের গাড়ির দেখা মেলে মাঝে মধ্যে
সরেজমিনে চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামঘুরে জানাগেছে স্বাধীনতার পরেও বাঙ্গালী সমাজে ছেলে মেয়ের বিয়ের দিন কলাগাছ বাঁশ ও বিভিন্ন রং এর কাগজ কেটে গেট সাজান হতো। সারাদেশেই বিয়ে বাড়ির ঐতিহ্য কলাগাছের গেট বিলুপ্ত হয়ে গেছে। ডেকোরেটর ব্যবসা চালু হওয়ার পর থেকে গ্রামীন বিয়ে বাড়ির ঐতিহ্য কলাগাছের গেট এখন আর চোখে পড়ে না। বর্তমানে আধুনিক যান্ত্রিক প্রযুক্তির যুগে সেই কলাগাছের গেট হারিয়ে গেছে।
বর যাত্রী আসার পূর্বে বাড়ির সকলের জন্য খিচুরি। বড় যাত্রিদের জন্য তৈরি থাকতো মুড়ির নাড়ু, মোয়া, দই চিড়া ও বিভিন্ন রকমের পিঠা। বর ও বরের ভগ্নিপতিদের বোকা বানানোর জন্য প্রস্তত থাকতো লবণ মরিচের শরবত। সেই উৎসব, আনন্দ এখন ভাগাভাগি করে নেওয়ার রেওয়াজ নেই বললেই চলে। নেই আনন্দের হৈ-হুল্লোড়।
দেখুন>>পুরোটাই বাঙ্গালীয়ানা
বর্তমান বিয়ের উৎসবে আনন্দ ভাগাভাগির চেয়ে কৃত্রিমতাই বেশী লক্ষ্য করা যায়। সেই সময়ের বিয়ের দিনের আনন্দই ছিল অন্যরকম। পরিবেশ বান্ধব কলাগাছের গেট এখন আর চোখে পরে না। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তা আধুনিক যান্ত্রীক যুগে
Leave a Reply