কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তোতা মিয়া নামের এক কৃষকের গরু বিক্রির টাকা অভিনব কায়দায় হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য। গত শনিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার কলেজ মোড় এলাকায় অভিনব কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। প্রতারণার শিকার হওয়া কৃষক তোতা মিয়ার বাড়ি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে।
এসময় মাইক্রোবাস চালক পরিচয় দিয়ে একব্যক্তি তোতা মিয়ার কাছে তার গন্তব্য স্থান জানতে চান। তোতা মিয়া নিজের গন্তব্য স্থান জানালে ওই ব্যক্তি গাড়ি নিয়ে সেদিকে যাবেন বলে জানান এবং ভাড়ার টাকাটা আগাম দিতে বলেন।
তোতা মিয়া ভাড়া দেওয়ার জন্য তার কোঁচড় (কোমড়ে গুঁজে রাখা) থেকে টাকা বের করলে চালক পরিচয় দেয়া ব্যক্তি ও তার সহযোগী এসময় তোতা মিয়াকে টাকাগুলো সাদা পলিথিন ব্যাগ দিয়ে ভালো ভাবে পেঁচিয়ে রাখতে বলেন।
চালকের সহযোগী তোতা মিয়াকে সাহায্য করতে গিয়ে তোতা মিয়ার হাত থেকে টাকা নিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে সুকৌশলে তা সরিয়ে ফেলেন। পলিথিন পেচানো টাকার পরিবর্তে পলিথিনে পেচানো কাগজ তোতা মিয়ার কোঁচড়ে গুঁজে দেন।
চালক পরিচয় দেয়া ব্যক্তি পাশে রাখা গাড়ি আনার কথা বলে স্থান ত্যাগ করেন। গাড়ি আনতে দেরি করছে কেন তা দেখার কথা বলে সহযোগী ব্যক্তিটিও স্থান ত্যাগ করে।
ওই দু’জন ফিরে আসার দেরি দেখে তোতা মিয়ার সন্দেহ হয়। কোঁচড়ে রাখা টাকা ঠিক আছে কিনা যাচাই করতে গিয়ে দেখেন টাকা নেই। টাকার বদলে পলিথিন দিয়ে কাগজ পেঁচিয়ে তার কোঁচড়ে গুঁজে দেয়া হয়েছে।
তোতা মিয়া বলেন, চালকের সাথের ব্যক্তি আমার হাত থেকে টাকা নিয়ে তড়িঘড়ি করে পলিথিন ব্যাগে পেঁচিয়ে আমার কোমড়ো গুঁজে দেয়। সে যে টাকা সরিয়ে নিয়ে কাগজ গুঁজে দিয়েছে তা বুঝতে পারিনি।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, এমন ঘটনার শিকার হয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply