ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>>বিশ্বম্ভরপুরে পৃথক পৃথক ঘটনায় তিন জনের মর্মান্তিক মৃত্যু
শুক্রবার বিকেলে সোনাপুর হাই স্কুল অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রহিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে, নাজমুল হাসান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সম্প্রতি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ সকল কিন্ডারগার্টেন এর তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা চাওয়া। কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিবন্ধন প্রতিষ্ঠায় সরকারের সহজ সর্ত দিতে আহবান জানানো হয়।
পড়ুন>>দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন
এ ছাড়াও সরকারের শিক্ষা ব্যবস্থায় সকল কারিকুলাম মেনে পাঠদান ও সরকারি শিক্ষার পাশাপাশি বেসরকারি শিক্ষায় সমান অবদান রাখার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের অবদান রাখতে অনুরোধ করেন।
Leave a Reply