বগুড়া থেকে মোঃ মাহিদুল হাসান সরকার: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক পৃথক অভিযানে ০৬(ছয়) টি চোরাই মোবাইল ও ০১(এক) কেজি গাঁজাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবির একটি টিম গত (১৭আগস্ট) বুধবার দিবাগত রাত্রি ১১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারস্থ জামাল এর মোবাইল সার্ভিসিং দোকানের সামনে পাকা রাস্তার নিকট হইতে (i) ১(এক) টি নীল রংয়ের VIVO V2027 (II) ০১(এক) টি নীল রংয়ের REDMI 9A ,(III) ০১(এক)টি কালো রংয়ের VIVO Y12A (IV) ০১(এক) টি আকাশী রংয়ের VIVO 2027 (v) ০১(এক) টি নীল রংয়ের SAMSUNG GALAXY MO2 (vi) ০১(এক) টি লাল রংয়ের OPPO A5S মডেলের ০৬(ছয়) টি চোরাই মোবাইল ফোনসহ আসামী ১। মোঃ হামিদুল রহমান জামাল (২৮), পিতা-কোরবান আলী, সাং-খাজলাল, থানা-কাহালু, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। চোরাই মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ১,২০,০০০/-(একলক্ষ বিশ হাজার) টাকা।
এছাড়াও বগুড়া ডিবির অপর একটি টিম গত (১৭আগস্ট) বুধবার রাত্রি ০৭.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন কুঠিবাড়ী গ্রামস্থ ধুনট সরকারী ডিগ্রী কলেজ মোড় নামক স্থানে জনৈক কাইকোবাদ, পিতা-মৃত আহাদ বক্স এর পুকুর পাড় সংলগ্ন ধুনট হইতে চিকাশী গামী পাকা রাস্তার উপর হইতে ০১(এক) কেজি গাঁজাসহ আসামী ১। লিটন রায় বাগদী (২২), পিতা-গোপাল, সাং-কুঠিবাড়ী, থানা-ধুনট, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু ও ধুনট থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply