প্রিয় মুখ -মজিদুল ইসলাম মুকুল
প্রতিদিন প্রিয় মুখ
তোমার মুখই দেখতে চাই;
দেখতে চাই
ঘুম জড়ানো চোখে,
দেখতে চাই
মধ্য দুপুরের কড়া রোদে,
দেখতে চাই
গোধূলির নিস্তেজ আলোয়।
শুধু তোমাকেই দেখতে চাই
আর তোমার মুখের
ভূবন ভোলানো হাসি।
পড়ুন>>কবর -জসীমউদ্দিন
শুধু তোমাকেই চাইবো
জীবনের অস্তিম ক্ষণে,
শুধু তোমাকেই চাই,
শুধু তোমাকেই চাই প্রিয়।
Leave a Reply