নবাবগঞ্জে ভালো ফলন ও দাম পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে পানচাষ।তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পানচাষ। উপজেলার কয়েকটি ইউনিয়নে অন্যান্য ফসলের পাশাপাশি যুগ যুগ ধরে পানচাষ করে আসছেন কিছু পানচাষী।
আগে পানচাষে তেমন লাভ ছিল না। কিন্তূ কয়েক বছর যাবত পানের ভাল দাম পাওয়ায় চাষিরা এখন লাভের মুখ দেখছেন । এই এলাকার পানের ব্যাপক চাহিদা থাকায় এখানকার পান যাচ্ছে অন্যান্য জেলাতেও। অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভ হওয়ায় গেল কয়েক বছরে ওই এলাকায় পানচাষির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । প্রতি বছরই বাড়ছে পানবরজ।
উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হুমায়ুন বাদশা জানান, গেল ১২ বছর ধরে তিনি ২৮ শতক জমিতে পান চাষ করে আসছেন। চলতি বছরে তার ২৮ শতক জমিতে পান চাষে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ৭০ হাজার টাকার পান বিক্রি করেছেন । এ বছরে তিনি আরও কম পক্ষে ১ লাখ ২০ হাজার টাকার পান বিক্রি করবেন বলে আশা করছেন। এই পান চাষ করেই তার সংসারে স্বচ্ছলতা এসেছে। তার মতো ওই এলাকার অনেকের ভাগ্য বদল হয়েছে পানচাষ করে। পাশাপাশি পান চাষের সঙ্গে জড়িত বড় একটি অংশ কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তবে পান চাষে বেশি পুঁজি লাগায় পুঁজির অভাবে নিজের জমি থাকার পরেও সম্ভাবনাময় এ ফসলের পরিধি বৃদ্ধি করতে পারছেন না পানচাষীরা।স্বল্প সুদে ঋণ সুবিধা ও প্রশিক্ষণ পেলে পান চাষে আরও লাভবান হবেন বলে দাবি করছেন এলাকার পানচাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরে উপজেলার ৪টি ইউনিয়নে ২৫ হেক্টর জমিতে পান চাষ করেছেন চাষীরা । এবারে আবহাওয়া অনুকূলে থাকায় পানের ভালো ফলন হয়েছে। পাশাপাশি এ এলাকার পানের ব্যাপক চাহিদা থাকায় এবারে ভালো দাম পাচ্ছেন পানচাষিরা। উপজেলার মাটি পানচাষের উপযোগী হওয়ায় দিন দিন পানচাষে চাষিদের আগ্রহ বাড়ছে। আগ্রহী চাষিদের কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
Leave a Reply