মাজরা পোকার পরিচিতি: বাংলাদেশে তিন ধরনের মাজরা পোকা ধানের সবচেয়ে বেশী ক্ষতি করে থাকে। মাজরা পোকা তিন প্রকার যথা:
ক) হলুদ মাজরা পোকা খ) কালোমাথা মাজরা পোকা গ) গোলাপী মাজরা পোকা।
এই মাজরা পোকার স্ত্রীপোকার মথের পাখার উপর দুটো কালো ফোঁটা আছে। পুরুষ মথের পাখার মাঝখানে ফোটা দুটি স্পষ্ট নয় তবে পাখার পিছন দিক থেকে ৭-৮ টি আস্পষ্ট ফোঁটা আছে। এই পোকার স্ত্রীমথ ধান গাছের পাতার আগার দিক গাঁদা করে ডিম পাড়ে। এক সপ্তাহের মধ্যে ডিম ফুটে কীড়া বের হয়। কীড়ার রং সাদাটে হলুদ। কীড়াগুলো কান্ডের ভিতর প্রবেশ করে ৩-৪ সপ্তাহ পর পুত্তলীতে পরিণত হয়। তবে শীতকালে কীড়ার স্থিতিকাল ৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে। পুত্তলীগুলো এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বয়স্ক পোকায় পরিণত হয় এবং কান্ডের ভিতর থেকে বের হয়ে আসে।
কালো মাথা মাজরা পোকা মথের শরীর হালকা হলুদ ও গাঢ় ধুসর রং মিশ্রিত। এদের পাখার উপর মাঝখানে ৬-৭টি কালো ফোঁটা আছে। স্ত্রীমথ ধান গাছের পাতার আগার দিক গাদা করে ডিম পাড়ে। ডিমের গাদার উপর মাছের আশেঁর মত সাদা আবরণ থাকে যা ডিম ফোটার আগে রং ধারণ করে।
কীড়ার গায়ে ৫টি লম্বালম্বি দাগ আছে এবং মাথা গাঢ় খয়েরী বা কাল রং এর। এদের জীবলকাল প্রায় সাড়ে তিন সপ্তাহ। কীড়াগুলো ধান গাছের কান্ডের ভিতর প্রবেশ করার পর ৩-৪ সপ্তাহে পুত্তলীতে পরিণত হয়।
পুত্তলীগুলো এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বয়স্ক পোকায় পরিণত হয় এবং কান্ডের ভিতর থেকে বের হয়ে আচে। জীবনচক্র ৫-৬ সপ্তাহে শেষ হয়।
মথের রং হালকা ধূসর। উপরের পাখাতে গাঢ় ধূসর রং এর লম্বালম্বি দাগ আছে। এদের ঘাড় বেশ মোটা। মথগুলো গাছের বাইরের খোলপাতার ভিতর থেকে ডিম পাড়ে। ডিমগুলো বাইরে থেকে দেখা যায় না। ডিম থেকে কীড়া ফুটে বাহির হতে প্রায় এক সপ্তাহ সময় লাগে।
কীড়ার রং গোলাপী এবং মাথা হালকা ধূসর রঙ্গের। এদের জীবনকাল প্রায় ৫ সপ্তাহ। এদের পুত্তলী অন্য দুটি মাজরার পুত্তলীর চেয়ে আকারে বেশ বড় ও মোটা। গোলাপী মাজরা পোকার জীবনচক্র ৭-৮ সপ্তাহে শেষ হয়।
১) মাজরা পোকার সদ্য ফোটা কীড়াগুলো ২-৪ দিন খোল পাতার ভিথরের অংশ খেয়ে ধানগাছের কান্ডে প্রবেশ করে।
২) ক্রমান্বয়ে কান্ডের ভিতর খেয়ে মাঝখানের ডিগ কেটে দেয়। ফলে শীষ আগেই মরা ডিগের সৃষ্টি হয় যাকে ডেড হার্ট বলে।
৩) গাছের থোর আসার পরে ডিগকেটে দিলে শীষ শুকিয়ে মারা যায় বলে একে “মরা শীষ” বা হোয়াইড হেড বলে।
৪) মরা শীষের ধান চিটা হয় এবং শীষটা সাদা হয়ে যায়।
৫) মাজরা পোকা দ্বারা সৃষ্ট নমুনা ইঁদুরের কাটার ক্ষতির সাথে ভুল হতে পারে। মরা ডিগ টান দিলে সহজেই উঠে আসে ও পোকা খাওয়ার ছিদ্র ও কীড়ার মলের উপস্থিতি দেখা যায়। আক্রমণ মৌসুম- বোরো, আউশ এবং আমন এই তিন মৌসুমেই এই পোকার আক্রমণ দেখা যায়। জেনে নিন>>ধানের খোলপোড়া রোগ (Sheath blight) ও প্রতিকার
১. নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়। থোর আসার পূর্ব পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়।
২.ক্ষেতে ডালপালা পুঁতে (পার্চিং) দিয়ে পোকা পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে এরা পূর্ণবয়স্ক মথ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলে।
৩. মাজরা পোকার পূর্ণ বয়স্ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তখন ধান ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। জেনে নিন>>পেঁপের রিংস্পট বা মোজাইক রোগ ও প্রতিকার
৪. যে সব অঞ্চলে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশী, সে সব এলাকায় সম্ভব হলে মাজরা সহনশীল ধানের জাত যেমন-বিআর-১, বিআর-১০, বি-আর-১১, বিআর-২২ জাতের ধান চাষ করে আক্রমণ প্রতিহত করা যায়। জেনে নিন> নতুন ধান তাড়াবে পোকা ও সঙ্গে ছড়াবে সুগন্ধিও
৫.হাতজাল দিয়ে মাজরা পোকার মথ ধরে মেরে ফেলা।
৬. আলোর ফাঁদে মথ আকৃষ্ট করে মেরে ফেলা। জমি হতে ২০০-৩০০ মিটার দূরত্বে নিরাপদ স্থানে ফাঁদ দিতে হবে।
৭. ধান কাটার পর নাড়া পুড়ে ফেলা।
৮.মেহগনির বীজ পানিতে ভিজিয়ে রেখে যে কষ হয় তাহা ৬/৭ গুন পানিতে মিশিয়ে স্প্রে করা যায়।
জেনে নিন>> হাইব্রিড ধান চাষ পদ্ধতি
জেনে নিন>> আমন ধানের জাত পরিচিতি ও ধান চাষ পদ্ধতি
[…] জেনে নিন>>ধানের মাজরা পোকা দমন ও পরিচিতি […]
[…] বালাই মুক্ত করতে পারেন। জেনে নিন>>ধানের মাজরা পোকা দমন ও পরিচিতি এসব পন্থায় রোগ ও পোকার আক্রমণ […]
[…] জেনে নিন>> ধানের মাজরা পোকা দমন ও পরিচিতি […]
z5siot