তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে।
এই আন্দোলনের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগ করাসহ বিশ্ব দরবারে তিস্তা পারের দুঃখ তুলে ধরা হবে।
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলায় মানুষজন নিয়ে স্মরণকালের এই বৃহৎ আন্দোলন শুরু হয়েছে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঁচপীরের তিস্তা ব্রীজ সংলগ্ন এলাকায় সোমবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টা এই কর্মসূচির ১ম দিন পালন করা হচ্ছে।
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী পাড়ের সুন্দরগঞ্জে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন আপামর মানুষ।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডাঃ জিয়াউর হক জিয়া, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক সহ বিএনপির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
দুদিনব্যাপী এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন।
Leave a Reply