রংপুরের কাউনিয়া উপজেলার খামারের হাট বেইলিব্রীজ বাজারের একটি মার্কেটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র পাত ঘটে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত১টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খামারের হাট বেইলিব্রীজ বাজারের একটি মার্কেটের কোন একটি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে বাজারের প্রায় দোকানদার যখন দোকান বন্ধ করে সবাই বাড়িতে যান এমনি সময় কোন এক দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে মার্কেটের দোকানে আগুন লেগে যায়। বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি। পরে বাজারে যাত্রীর জন্য অপেক্ষারত একজন রিক্সাচালক প্রথমে আগুন জ্বলে ওঠার দৃর্শ্য দেখতে পায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেযে চিৎকার শুরু করেন। হাটের পাশের স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘুম থেকে জেগে ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই বাজারের ১৩ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায় । পুড়ে যাওয়া ১৩ টি দোকানের মধ্যে ৪ টি ঔষধের দোকান,১ টি মুদি দোকান, ২টি ইলেক্ট্রনিক্সের দোকান, ১ টি দর্জ্জির দোকান, ১ টি ডাক্তারের চেম্বার,১টি হার্ডওয়ারের দোকান, ১টি কীটনাশকের দোকান ২ টি মালামাল রাখার গোডাউন রয়েছে।
বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা ও বেইলিব্রীজ বাজারের ব্যাবসায়ী ফিরোজ সরকার জানান আমি দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার একটু পরেই বাজারের আগুন আগুন বলে চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে বাজারে যাই। দেখি দাউদাউ করে আগুন জ্বলছে দোকানগুলোতে। উপস্থিত সবাই মিলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি কিন্তু ততক্ষণে সবশেষ।
বাজারের পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক ও অন্যান্য ব্যবসায়ীদের দোকান ও দোকানে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে তারা এখন নিঃস্ব ও দিশেহারা । ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান সব দোকান মিলে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার মত হবে।
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনর্চাজ শাহিন আলম জানান মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনা স্থলে এসে ২০ মিনিট অভিযান পরিচালনা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি, তবে ধারনা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্শন করেছেন।
Leave a Reply