আজ তোমার জন্মদিন -ফয়েজ উল্লাহ রবি
এই দিনে এসেছিলে ভবে
কেঁদেছো তুমি হেসেছে সবে
মিশে আছো সব অন্তর জুড়ে
হৃদয় কেড়ে নিলে তুমি যবে
তোমায় ঘিরে সুখ পরশ পাবে সবে
প্রিয় তুমি প্রিয় হয়ে রবেই যে রবে।
হাসি খুশিতে কেটে যাক সারা বেলা
মুখে মুখে মুখরিত হোক তোমার জয় ডালা
ভালবাসায় সিক্ত হয়ে হও মহান সত্ত্বা
প্রকাশিত হউক তোমার এই মহত্ব
সুনাম ছড়িয়ে পড়ুক দেশ-দেশান্তর
বেঁচে থেক মানুষের অন্তরে কাল অনন্ত।
শুভ হোক শুভ জন্মদিন চিরন্তর।
Leave a Reply