ভুরুঙ্গামারীতে দশম শ্রেনীর এক শিক্ষার্থী প্রেম করার চেষ্টায় ব্যর্থ হয়ে সহপাঠী বন্ধুকে এভিডেভিড এর মাধ্যমে ভুয়া বিবাহ দেখিয়ে ফাসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের একটি হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্রী যার জন্ম তারিখ ১৬/১০/২০০৬ সেই হিসাবে এভিডেভিড এর সময় তার বয়স ছিল ১৫ বছর ৫ মাস ৭ দিন।একই শ্রেনীর সাগর আলী নামক ঐ ছাত্রের জন্ম তারিখ ২৬/৯/২০০৪ এই হিসাবে এভিডেভিড করার সময় তার বয়স ছিল ১৭ বছর ৫ মাস ২৭ দিন।উল্লেখ্য কুড়িগ্রাম নোটারী পাবলিক কার্যালয়ে গত ২৩/৩/২০২২ ইং তারিখে বিবাহ করা হয়েছে মর্মে একটি ভুয়া এভিডেভিড তৈরি করা হয়। এভিডেভিড এ ছেলের স্বাক্ষর জাল করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।ছেলেটির পিতা নুরুজ্জামান জানান তার ছেলেকে প্রায় সময়ই তার ঐ বান্ধবী প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। পরে ছেলেকে ফাসানোর কৌশল হিসাবে বিবাহের ভুয়া এভিডেভিড তৈরি করে।তিনি প্রশ্ন রাখেন এভিডেভিডের মাধ্যমে কিভাবে বাল্য বিবাহ সম্পন্ন হয়? শুধু তাই নয় ২/৩ বার ঐ ছাত্রীর গর্ভপাত করানো হয়েছে বলে মিথ্যা অভিযোগ করে হয়রানীর চেষ্টা করে আসছে। তিনি আরও অভিযোগ করেন যে মেয়েটির অভিযোগগুলো বার বার মিথ্যা প্রমানিত হওয়ায় সর্বশেষ গত ২৮/৫/২০২২ ইং তারিখে বিষ পানের মিথ্যা অভিনয় করে।সদর ইউনিয়নের বাগবান্ডার গ্রামের (মেয়েটির এলাকার) ইউপি সদস্য মোতালেব হোসেন জানান, এ ব্যাপারে ঐ মেয়ের বিরুদ্ধে ২/৩ বার গ্রাম্য সালিশ হলেও কখনও গর্ভপাত ঘটানো বা বিবাহ সম্পর্কে কোন অভিযোগ তোলা হয়নি।ছেলের দাদা শাহাদত হোসেন জানান,আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বার বার তারা একটি কুচক্রী মহলের পরামর্শে বিভিন্ন পায়তারা চালাচ্ছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ বিষয়ে কোন এজাহার পাইনি।
Leave a Reply