কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনের ২১ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় জনের মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং কর্মকর্তা।মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপি, কম বয়সী এবং ত্রুটি পূর্ণ মনোনয়নপত্র দাখিল করেছেন এমন প্রাথীদের মনোনয়নপত্রগুলো বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মশিউর রহমান জানান, সংরক্ষিত নারী সদস্য পদে বলদিয়া ইউনিয়নের একজনের এবং সাধারণ সদস্য পদে তিলাই ইউনিয়নের দুইজনের, সোনাহাট ইউনিয়নের দুইজনের এবং পাইকেরছড়া ইউনিয়নের একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের একজনের বয়স কম, একজন ঋণ খেলাপি।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য সহ বাকিরা ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করেছিলেন।তিনি আরো জানান, উপজেলা সাত ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে ২১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
Leave a Reply