কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নব নির্বাচীত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে উক্ত ইউনিয়নের নব নির্বাচীত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ৯ জন সদস্যকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদ পাড়া যুব সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করে। গণ সংবর্ধনা শেষে সকলকে সম্মান্ননা স্বারক প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন টানা চতুর্থবারের মতো নির্বাচিত চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন, আব্দুল আলীম, হারুনুর রশীদ সহ সকল নির্বাচিত সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন>> ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদুর রহমান রোজেন
Leave a Reply