কীটতত্ত্ব বিভাগের গ্রিন হাউজে উদ্ভাবিত হলো পোকা প্রতিরোধী ও সুগন্ধি ধান গাছ। এ অসাধ্য সাধন করেছেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির ও কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ শামিউল হক।একের পর এক ধানের নতুন জাত উদ্ভাবন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
তাদের এই অর্জনে যুক্ত হতে যাচ্ছে আরও এক চমকপ্রদ সাফল্য দেশে ধানের জিন পরিবর্তনে সফল হয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর গবেষকরা।
তাদের এই সফলতার মূলে রয়েছে ‘ক্রিসপার ক্যাস-৯’ পদ্ধতির ব্যবহার। এটি মূলত ফসলের জিন পরিবর্তনের আধুনিক ও বিতর্কমুক্ত একটি প্রযুক্তি।
[…] জেনে নিন> নতুন ধান তাড়াবে পোকা ও সঙ্গে ছড়াবে সুগ… […]
[…] জেনে নিন>> নতুন ধান তাড়াবে পোকা ও সঙ্গে ছড়াবে সুগ… […]