লিপস্টিক -গার্গী সাহা, বারাণসী, ভারত
জানালার পাশে বসে আছি
মনে পড়ে সেই সোনালি দিনগুলো
যখন গলিতে দাঁড়িয়ে লিপস্টিক।
আমার ক্ষুদ্র গোলাপি ঠোঁটে সেগুলি লাগাতে। আর সবাইকে চমকে দিয়েছি।
যখন মা আমাকে বকা দিত
আমি কৌতূহলী হয়ে বললাম,
‘কে তাদের ওখানে রেখেছে?
এবং সবাই আমার শিশু সুলভ বুদ্ধিতে হাসল।
কৈশোর যখন ভোর হয়
আমি ক্রিমসন লাল পরতাম
তাক জুড়ে ঝুলছে,
এবং মর্যাদাপূর্ণ অনুমোদন একটি বায়ু সঙ্গে চড়ে
আমি লিপস্টিকের অসংখ্য শেডের প্রেমে পড়েছিলাম
সময়ের বারান্দার সাথে
ছায়াগুলো শুকিয়ে গেল
বসন্ত, গ্রীষ্ম, শরত, শীত
জীবনের পরিবর্তনশীল একঘেঁয়েমি
তারপর থেকে অনেক জল প্লাবিত হয়েছে।
জন্ম হলো নতুন ‘আমি’।
রং বিবর্ণ,আকার পরিবর্তন,উপকরণ ক্ষয়প্রাপ্ত
কিন্তু ‘নিজ’ অক্ষত রইল
কোন রঙ-এ এটা আঁকা করতে পারেন?
তোমার নিজের সত্বা
কেউ ঠকাতে পারবে না।
অদৃশ্য, অধরা, কিছুর কুয়াশা
কোনো কিছুই এটিকে শোভিত করতে পারে না।
সব কিছুর সাথে মিশে যায়, বজায় রাখে
এর একক সত্বা, স্বতন্ত্র, বিশিষ্ট পরিচয়।
Leave a Reply