স্বপ্ন পুরণ করতে সিঙ্গাপুর এসে ঝরে গেল প্রাণ। এই মৃত্যুটা সিঙ্গাপুর প্রবাসীদের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে।
প্রবাসী ছেলেটির পরিবারের কি অবস্থা,কি ভাবে তারা তাদের ছেলের লাশটাকে গ্রহণ করবে।
একদিকে ছেলে হারানোর কষ্ট আর অন্য দিকে ৮-৯ লাক টাকার ঋণের বোঝা,এই ছেলে হারানোর কষ্টটা হয়তোবা তারা কষ্টে হলেও ভুলতে পারবে, এই ৮-৯ লাক টাকার ঋণের বোঝা কে নিবে।কি হবে তার পরিবারের,কোথায় গিয়ে দাঁড়াবে তার পরিবার,অসহায় বাবা মায়ের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, কোন এনজিও বা সরকার তার পরিবারের পাশে এসে দাঁড়াবে?
এটা একটা সাধারণ মানুষের মৃত্যু নয়।সে এসেছিল সপ্ন পূরণের জন্য সপ্নের শহর সিংগাপুরে।এসেছিল বাবা মায়ের কষ্ট দূর করতে।সংসারের দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়ে জীবন পরিবর্তন করতে।ঐ দালাল তাকে বলেছিল মাসে ৮০-৯০ হাজার টাকা ইনকাম হবে,বছর শেষে বোনাস পাবে, পারমিট শেষ হলে বেতন বাড়বে।আরো কতো কি সপ্ন দেখিয়ে হাতিয়ে নিয়ে ছিল তার ৮-৯ লাক টাকা,এখানে এসে সে মাএ ১৫ দিনের বুঝতে পেরেছে সব কিছু মিথ্যা,সারা মাস কাজ করে সর্ব উচ্চ বেতন কতো আসবে,কিভাবে সে কিস্তি, দিবে কিভাবে সে সুদের টাকা দিবে,কিভাবে সে পরিবারের সংসার খরচ দিবে।
এই সামান্য কিছু দিনেই তার সব সপ্ন ভেঙে ছারখার হয়ে গেছে।তার জীবনের আজরাইল হয়ে এসেছে ঐ দানব দালাল চক্র। আমার আকুল আবেদন সরকারের কাছে,,, দয়া করে দেশ থেকে দালাল নামের রাক্ষসদের আইনের আওতায় আনা হউক।
Leave a Reply