বগুড়া(শেরপুর) থেকে মাহিদুল হাসান সরকার: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শেরপুর উপজেলা শাখার হিন্দু মহাজোট মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর ) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার আয়োজনে বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরেরর ৮নং ওয়ার্ডে শ্রীশ্রী অন্নপূর্ণ্যা মাতার মন্দিরে মোমবাতি প্রজ্জ্বলন এবং কেক কাটা হয়।কেক কাটার পরে হিন্দু ছাত্র মহাজোট ও হিন্দু যুব মহাজোটের উপস্থিতিতে আলোচনা সভা ও দেশ মাতৃকার কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।
বিদ্যুৎ সরকারের সভাপতিত্বে ও নান্নু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অনিমেষ রায়, গোপাল বসাক, এস নারায়ন মোহন্ত,নিখিল সরকার, টুটুল কুন্ডু, প্রীতম বসাক, বাবু মোহন্ত প্রমূখ বক্তব্য রাখেন।
Leave a Reply