চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
উপজেলায় ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (২৬ জুলাই) বিকালে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে কৃষকদের নিয়ে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভা কার্যক্রম শুরু হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন প্রযুক্তি যেমনঃ পলিনেট হাউস, কুলিং চেম্বার, আধুনিক ও সনাতন কৃষি যন্ত্রপাতি, বেস্ট শপ (প্রাকৃতিক খাদ্য-শস্য), মধু কর্ণার, জৈব কৃষি, বীজ কর্ণার, মিঞা শাহী পান হাউস সহ বিভিন্ন স্টলে এসব প্রদর্শিত হচ্ছে।
মেলায় সর্বমোট ১৯টি স্টল স্থান পেয়েছে। পরিশেষে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা।
Leave a Reply