কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরহুম আবুল হাসান (সোনা ব্যাপারী) আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন এর প্রথম আসর খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২ অক্টোবর) বিকালে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল হাসান সোনা ব্যাপারী আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়।পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম হাসানের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার সভাপতিহিসাবে উপস্থিত ছিলেন।
পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক ছাত্র বৃন্দের সার্বিক সহযোগিতায় এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আবু সায়েম হ্যাভেন,পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জান,পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুর রহমান,ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ, পৃষ্টপোষক শামীম ব্যাপারী,মোর্শেদুর রহমান আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৃটিশ আমলে ভূরুঙ্গামারীর পাটেশ্বরী রেল ইস্টিসনের পাশে অবস্থিত ফুটবল মাঠে(বর্তমান হ্যালিপ্যাডসহ এর পর্ব পার্শ্ব) মরহুম আবুল হাসান সোনা ব্যাপারীর পিতার পৃষ্টপোষকতায় প্রতিবছর “সোনা এন্ড কোনা” শিল্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হত। এটিই ছিল ভূরুঙ্গামারী তথা কুড়িগ্রামের সবচেয়ে বড় ফুটবলের আসর ।এ ফুটবল টুর্নামেন্ট অভিন্ন ভারতীয় উপমহদেশের খ্যাতিমান খেলোয়ার অংশগ্রহন করতো। পাটেশ্বরী রেল ইস্টিশনটি বাংলাদেশ অংশের সবচেয়ে বড় এবং গুরুত্বপুর্ণ হওয়ায় উপমহাদেশের অনেক স্থানের সঙ্গে এর যোগাযোগ ওপরিচিতি ছিল। আর এজন্যই দুরদুরান্তের খেলোয়ার ও দর্শক এ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট দেখার ভীড় পড়তো । “সোনা এন্ড কোনা” শিল্ড ফুটবল টুর্নামেন্টটি দেশ বিভাজনের পর বন্ধ হয়ে যায়। দির্ঘ্য সময় পর মরহুম আবুল হাসান সোনা ব্যাপারীর নাতি পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম হাসানের পৃষ্টপোষকতায় আবারো “ মরহুম আবুল হাসান সোনা ব্যাপারী আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট” শুভ উদ্বোধন করা হয়।
এ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ট পোষক শামীম হাসান বলেন, এ বছর থেকে প্রতিবছরই এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
Leave a Reply