ভূরুঙ্গামারীতে গাঁজাসহ দুই যুবক আটক।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেড় কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর।
জানাগেছে, বুধবার সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ সরকার পাড়া এলাকার সাইদুল ইসলাম (৪৬) এর বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে আটক করে। সাইদুল ইসলাম ঐ গ্রামের ফুলমামুদের ছেলে।
এব্যাপারে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে।
অপরদিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আসাদুল হক (৪০) নামের এক ব্যক্তিকে ২’শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আসাদুল হক সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মাসের জেল দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বলেন, মাদকের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply